• Uncategorized

    ভূমিদস্যু চাচা আহমদ মিয়ার অত্যাচারে দিশাহারা ভাতিজা দিদার

      প্রতিনিধি ২৮ জুন ২০২০ , ৪:৪৩:৪০ প্রিন্ট সংস্করণ

     

     

    সিদ্দিক আহমদ আতিক-চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান:

    চট্টগ্রামের আনোয়ারা থানার অন্তর্গত হাজী কালা মিয়া বাড়ির বাসিন্দা ভূমিদস্যু চাচা আহমদ মিয়ার অমানবিক নির্যাতনে দিশেহারা ভাতিজা দিদারের পরিবার ।

     

    ঘটনার বিবরণে জানা যায় , ১ বছর পূর্বে ভাতিজা দিদার ও তার স্ত্রী জোসনা আক্তার ডলি চাচা আহমদ মিয়ার কাছ থেকে রেজিস্ট্রির মাধ্যমে জায়গা ক্রয় করে সেখানে বসবাস করতে থাকেন । কিন্তু হঠাৎ করে গত ২৪ জুন সকালে চাচা আহমদ মিয়া তার লালিত সন্ত্রাসীদের নিয়ে ভাতিজা দিদার কে তার স্বীয় বসতভিটা থেকে উচ্ছেদের উদ্দেশ্যে হামলা চালায় । এই সময় সন্ত্রাসীরা ব্যাপক ভাঙচুর এবং মারধর করে দিদার এবং তার পরিবারের সদস্যদের । বসতভিটা থেকে উঠলে জানে মেরে ফেলার হুমকিও প্রদান করে তারা । এই ঘটনার প্রেক্ষিতে ভাতিজা দিদারের স্ত্রী ডলি আক্তার আনোয়ারা থানায় জিডি করেন । চাচা কর্তৃক অন্যায় ভাবে ভাতিজার জায়গা জবরদখল এর ব্যাপারে ভাতিজা দিদার বলেন ” আমরা সহজ সরল মানুষ । কখনো কল্পনা করতে পারি নাই আমার চাচা এই ধরনের জঘন্য কাজ করতে পারে । এক বছর পূর্বে রেজিস্ট্রিকৃত ভাবে আমরা চাচার কাছ থেকে এই জায়গা কিনে বসবাস করে আসছি । হঠাৎ করে উনি তার লালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের জোরপূর্বক উচ্ছেদ করার চেষ্টা করছেন এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন । এমতাবস্থায় প্রশাসনের আনুকূল্য ছাড়া আমরা খুবই অসহায় । প্রশাসনের উচিত এই অপকর্মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া । “

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ