মোঃ মহসিন মীর-বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের ইউএনও মোঃ আল আমিন(৩৭) মারা গেছেন। আজ রবিবার বাংলাদেশ সময় দুপুর সোয়া ১ টার সময় তিনি ভারতের উত্তরখন্ড প্রদেশের মিশৌরিতে ট্রেনিং অবস্থায় মারা যান। ইউএনও গত ৬ জুন ট্রেনিংয়ের জন্য ভারত যান। ইউএনও আল আমিন ২০২১ সালের ৩১ অক্টোবর মাসে বাউফলে যোগদান করেন। ইউএনওর বাড়ি বরগুনা জেলার আমতলি উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে। তার বাবার নাম মুক্তিযোদ্ধা হাসেম মাস্টার। তিনি দুই জমজ শিশু কন্যা সন্তানের জনক। তার মৃত্যুর খবর বাউফলে ছড়িয়ে পড়লে অফিসপাড়ায় শোকের ছায়া নেমে আসে।
তার স্ত্রী বুশলা ইসলাম স্বামীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর কিছু সময় পর দুই সন্তন নিয়ে বাউফলেল সরকারী বাসভবন থেকে আমতলি উপজেলায় গ্রামের বাড়ি চলে যান। পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ আবদুল্লাহ আল সাদি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বাউফলের ইউএনও ভারতে ট্রেনিংএ অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।’ পটুয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে ইউএনও মোঃ আল আমিনের লাশ বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চালানো হচ্ছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.