• আইন ও আদালত

    ভারতের ধর্ষণবিরোধী বিক্ষোভে সংহতি এবং দেশের প্রতিটি ধর্ষণের বিচার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল

      প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৪ , ৮:৫৪:০৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    গতকাল রোববার বিকেলে রাজশাহীর সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও সচেতন নাগরিক আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মহানগরীর তালাইমারি, হাদিরমোড়, আলুপট্টি হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে সমাবেশ করেন। এসময় শিক্ষার্থীরা প্রতিবাদী নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে শ্লোগান দেয়। বাংলাদেশে বিভিন্ন সময়ের ধর্ষণের বিচার এবং

    কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদে ভারতে চলমান বিক্ষোভে রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।শিক্ষার্থীরা বলেন, ভারতের আন্দোলনের প্রতি সংহতি জানানোর পাশাপাশি দেশে সোহাগী জাহান তনু, মুনিয়াসহ প্রতিটি ধর্ষণ ও হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। ঘরে-বাইরে এবং কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন দাবি জানান।#

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ