কবিতা: ভাবিকাল
ভাবিকালের স্বপন দেখি মহাকাল পেরিয়ে আমি,
পাইনিতো খুঁজে পথের দিশা হয়েছি বিপদগামী।
বিধাতার ঘুমে জগত ঘুমিয়ে স্বপন দেখিছে আজ,
আমি যেন সেই স্বপ্ন পূরীর শ্রেষ্ঠ ঘুমের তাজ।
পথভোলাদের দিশারী তুমি দেখাও সঠিক পথ,
কোথায় তোমার সত্য সারথি শান্তি সুখের রথ?
আইনের বই বগলদাবায়, থাকে গ্রন্থাগারের তাকে
শাসন কার্য্য নেতাদের হাতে বাহুবলে আজ হাঁকে!
দেশ মাতা আজ মাতৃভূমির মাতৃক্রোড়ে ঘুমে,
বিশ কোটি নর মলিন হয়েছে বিষাক্ত নীল চুমে!
গভীর রাত্রি নর-শকুনের আবাস উঠেছে জমে,
নেশার তরনে তরুন তরুনী মেতেছে নেশার ধুমে!
অমানুষগুলো রাজপথে আজ চিল শকুনের বেশে,
মানুষগুলোকে বধ করে রোজ বেশ্যাপনায় হেসে!
জলরঙে তেল মিশিয়ে সবাই তৈল চিত্র আকেঁ,
মনের মাঝে মৌন চিত্র আজীবন চাঁপা থাকে!
তাই বর্ণমালায় বর্ণ চিত্র পদ্যে আকিঁলাম আমি,
তোর ভাবিকালের মাতৃভূমি না হোক বিপথগামী।
লেখায় -রহমান আজিজ
সভাপতি,বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.