• রাজশাহী বিভাগ

    ভাঙ্গুড়ায় এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।

      প্রতিনিধি ৪ নভেম্বর ২০২১ , ৫:২৪:২৯ প্রিন্ট সংস্করণ

    সজল আহমেদ পাভেল-পাবনা জেলা প্রতিনিধি:

    পাবনার ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের ৮ম ব্যাচের এস.এস.সি-২১ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর (বৃহশ্পতিবার) বেলা সাড়ে ১০টার দিকে বিদ্যালয়টির মাঠ চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা কমিটির সভাপতি মো. হেলাল মাজহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিক নির্দেশনামুলক বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম মোসলেম উদ্দীন আহম্মেদ। এসময় তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিরুৎসাহী করেন। পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ারও পরামর্শ দেন।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উপদেশ মূলক বক্তব্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল আলম, ময়দানদীঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, আদাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, দিলপাশার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছার আলী রানা, উপদেষ্টা কমিটির সদস্য মো. হেলাল উদ্দীন , বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিশ্বনাথ।

    এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রুপসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান, উপদেষ্টা কমিটির সদস্য মো. আব্দুল খালেক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বাকী বিল্লাহ, মো. আবু জাফর, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক, বিদায়ী শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো.আব্দুল মতিন। পরে দোয়া শেষে উপস্থিতিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ