ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য আবু মুহাম্মদ ইউনুস আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে মরহুমের বাড়ি উপজেলার দক্ষিণ সারুটিয়া গ্রামে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ইউনুস এমএলএ স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মঈনুদ্দিন মিয়াজী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল জাব্বার ছানা মাস্টার, সাবেক পৌর মেয়র ইঞ্জিনিয়ার আব্দুর রহমান প্রধান,মরহুমের সন্তান গবেষক ও সাংবাদিক বায়েজিদ দৌলা বিপু,মন্ডতোষ ইউপি চেয়ারম্যান আফসার আলী মাস্টার,সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন,সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দক্ষিণ সারুটিয়া জামে মসজিদের ইমাম মাওলানা আশিকুর রহমান।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.