ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
আজ পবিত্র শবে বরাত শব ,অর্থ রাত ,বরাত বন্টন করা লাইলাতুল বরাত ভাগ্য রজনী রাত। শাবান মাসের ১৪তারিখ দিবাগত রাতে লাইলাতুল বরাত হয় এদিন মহান। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ফেরেশতাদের মাধ্যমে মানুষের হায়াত মৃত্যু রিজিক ভাগ্য লিপিবদ্ধ করান। এই রাতে আল্লাহ তাআলা অগণিত মানুষকে মাফ করে দেন এবং অসংখ্য ফেরেশতা ও রহমত নাযিল করেন ।এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন হে আমার বান্দারা কেউ কার কি সমস্যা আমার কাছে চাও আমার সব সমস্যা সমাধান করে দেব ।কাদের রিজিকের অভাব দুর করে দিব রোগ থেকে মুক্তি দিব যার যা প্রোয়োজন আমার কাছ থেকে চেয়ে নেও আমি দিয়ে দিব ।এই সবাকে মাফ করলেও কিছু লোককে মাফ করেন. না যেমন শিরক কারী জিনা কার মা বাবা কষ্ট দেওয়া ব্যাক্তি অন্যের হক নষ্ট কারি তাই আমাদের সকলের উচিত খাটি তওবা করা আল্লাহর কাছে মাফ চাওয়া এবং আল্লাহর ইবাদত করা।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.