এম এ কাইয়ুম-শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত ৩,৪,৬নং ওয়ার্ডে কোন কাজই করেননিই তিনি এমনটিই বলেন এলাকাবাসী। তিনি ১০ বছর চেয়ারম্যান হলেও নিজের রাস্তাটি সংস্থার করেননি।এতে ৩,৪,৬, নং ওয়ার্ডের জনগণ নতুন প্রার্থী'র উপর ভরসা করছে। রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে অচলাবস্থা পড়ে আছে। বেহাল দশার কারণে প্রতিনিয়ত এলাকাবাসী সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছে।
যাত্রীবাহী ভ্যান, রিকশা এবং মোটরসাইকেল, কৃষিসামগ্রী পরিবহনে ব্যাপক ভোগান্তিতে পড়েছে মানুষ। সরেজমিন গিয়ে দেখা যায়,৩,৪,৬ নং ওয়ার্ডের রাস্তা প্রায় ১ কিলোমিটার। রাস্তাটি সংস্থারের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ থেকে ১২ বছর আগে এই রাস্তাটি তৈরি করা হয়েছিলো। বেশ কয়েক বছর আগে থেকে রাস্তার ইট ভেঙে গর্তের সৃষ্টি হলেও চলতি বছর সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.