• আন্তর্জাতিক

    ভাইকে মাথায় নিয়ে ১০০ সিঁড়ি পার, গিনেস রেকর্ড

      প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২১ , ৫:২২:১২ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেস্কঃ

    ভাইকে মাথায় নিয়ে ৫৩ সেকেন্ডে ১০০ সিঁড়ি বেয়ে উঠেছেন আরেক ভাই। ভ্রাতৃদ্বয়ের এমন কীর্তি জায়গা করে নিয়েছে গিনেস বুকেও।বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দুই ভাই ভিয়েতনামের বাসিন্দা।

    ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, এই চমকপূর্ণ কীর্তিটি একটি স্প্যানিশ গির্জার বাইরে করা হয়েছিলো। পেশায় সার্কাসে খেলা দেখানো ভ্রাতৃদ্বয় জিয়াং কুওক কো (৩৭) এবং জিয়াং কুওক এনগিপ (৩২)। এর আগেও একবার এই চমকের জন্য গিনেস বুকে নাম তুলেছিলেন।

    ২০১৬ সালের ডিসেম্বরে একই জায়গায় ৫২ সেকেন্ডে ৯০টি সিঁড়ি চড়ে রেকর্ড গড়েছিলেন তাঁরা। তবে এইবার আগের রেকর্ড ছাপিয়ে তারা ৫৩ সেকেন্ডে ১০০ ধাপ চড়লেন।

    ইতিমধ্যে ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে এক ভাইকে বলতে শোনা যায়, আজ, আমরা খুব আনন্দ অনুভব করছি। আমরা আশ্চর্য বোধ করছি, কারণ এখন আমরা ৫৩ সেকেন্ডে ১০০ ধাপ চড়েছি। আশা করি সবাই এই দিনটিকে মনে রাখবেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ