প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২১ , ২:৩৩:৪৯ প্রিন্ট সংস্করণ
উজ্জ্বল আহমেদ-নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী সদর উপজেলার ১নং চওড়াবড়গাছা ইউনিয়নে সড়ক দূর্ঘটনায় এক কিশোর এর মৃত্যু। ঘটনাটি
ঘটে আজ রবিবার ২৪/১০/২১/ইং সকাল ১১,টার সময়।
মৃত, মোস্তাকিম( ১৫)পিতা,মোঃরবিউল ইসলাম গ্রাম,কান্চনপাড়া, ৬নং ওয়ার্ড, চওড়া বড়গাছা ইউনিয়ন। জানা যায়,ভবানিগজের আমতলী নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।
মৃত,মোস্তাকিম ও তার পিতা মোটরসাইকেল এর হেলমেট কিনার জন্য নীলফামারী যেতে রওনা দেন পথিমধ্যে একটি জ্বালানী তেলবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটে। ডায়াং আঁশি সি,সি,মোটরসাইকেলটি ড্রাইভ করছিলেন মৃত মোস্তাকিম এর পিতা। প্রাথমিক ভাবে তাদেরকে স্থানিয়রা নীলফামারী সদর উপজেলা সাস্থ কমপ্লেক্স এ ভর্তি করনে।
চিকিৎসারত অবস্থায় মোস্তাকিম মারা জায়,এবং মৃত,মোস্তাকিম এর পিতা সদর হাসপাতালে গরুতর অবস্থায় চিকিৎসাধিন আছে। জানা য়ায়,মৃত মোস্তাকিম (১৫)ছত্রশাল উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এই দূর্ঘটনা বিষয়ে জানতে চাইলে, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অব্দুর রউপ দূর্ঘটনাটির সত্যতা নির্চিত করেন এবং এ বিষয়ে কোন মামলা করা হয় নি বলে তিনি জানান।