জবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে দীর্ঘ লাফে ব্রোঞ্জ পদক জিতেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের মো. হোসেন মুরাদ।
শনিবার দুপুরে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টসে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়েছেন তিনি।
বঙ্গবন্ধু তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিদের মধ্যে দীর্ঘ লাফে ৬.৪২মিটার অতিক্রম করে তৃতীয় স্থান অর্জন করেছেন।
তারপূর্বে মুরাদ বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ২০২০ গেমসে দীর্ঘ লাফ এবং ট্রিপল জাম্পে প্রথম স্থান অর্জন করে দুটি স্বর্ণপদক পেয়েছেন। জবির সেরা অ্যাটলেট মুরাদ বলেন, সীমিত সুযোগ থাকা সত্বেও আমি নিজের বিশ্ববিদ্যালয়ের পতাকা তুলে ধরতে পেরেছি সবার সামনে। এজন্য নিজেকে গর্বিত মনে করছি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.