প্রতিনিধি ২৪ জুলাই ২০২০ , ৬:৫৪:১৬ প্রিন্ট সংস্করণ
মোঃ শহিদুল ইসলাম-নওগাঁ জেলা প্রতিনিধিঃ
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসের চাপায় ঔষধ কোম্পানির এক প্রতিনিধির মৃত্যু হয়েছে। নিহত রেজাউল (৩৫) অপসিন ফার্মাসিউটিক্যাল কম্পানির এরিয়া ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সরাইল উপজেলার বেড়তলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রাম চরণপুর গ্রামের আইন উদ্দিনের ছেলে। তিনি সিলেটে ঔষধ কোম্পানিতে চাকুরি করতেন বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, অফিসিয়াল কাজে সিলেট থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় যাওয়ার পথে বেড়তলায় অজ্ঞাত একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রেজাউল নিহত হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে ঘাতক বাসটিকে আটক করা যায়নি।