• সাহিত্যে

    “ব্যথা গুলো” কবি-শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২২ , ৪:৫৪:২৪ প্রিন্ট সংস্করণ

    ব্যথা গুলো
    কবি-শিহাব আহম্মেদ

    এত দিনের জমানো ব্যথাগুলো আজ
    চড়া দামে নিলামে বেচে দিলাম
    এখন মুক্ত বিহঙ্গের মতো বাধাহীন জীবন;
    যেখানে যেমন খুশি চলে যেতে পারি
    মেঘের ভেলায় ভেসে ভেসে মনে হয় যেনো
    পুরোটা আকাশ শুধুই নিজের।

    বাধাহীন মেঠোপথে হাঁটবো এখন ইচ্ছেডানা মেলে
    পথের পাশে ছড়িয়ে থাকা ভাঁটফুল
    দু’হাতে জড়িয়ে বুক ভরে ঘ্রাণ নেবো;
    শিমুল পলাশের দিকে চেয়ে কলতানে ভরিয়ে নেবো গাঙশালিকের মতো মনের যত আশা।

    ভাঙা নৌকার গলুইয়ে বসে রইবো পানকৌড়ি বেশে
    অথবা ফসলের ক্ষেতে কাকতাড়ুয়া হয়ে;
    সূচিপত্রে মানব জীবন বদলে নেবো
    বিষন্ন দুপুরে হারিয়ে যাব শাপলা শালুকের দেশে।

    প্রাসাদের স্বপ্ন কখনও দেখিনি..
    খড়কুটো জমিয়ে লাভ ক্ষতির হিসেব মিলিয়েছি অনেক আগেই;
    পাখির বাসার মতো ছোট্ট একটা নীড় বানিয়ে নেবো
    একটু সুখের আশায় সময় পেলে দেখে যেও এসে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ