আহমাদুল্লাহ হাবিবী-স্টাফ রিপোর্টারঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ২৬ শে মার্চ উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ।
রবিবার বাদ আছর ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আহাম্মদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ গোলাম তাওহীদের পরিচালনায় কুষ্টিয়া শহরের বড় বাজার, বক চত্বর, মজমপুর, ত্রিমোহনী ও কোর্ট ষ্টেশন সংলগ্ন শহরের ৫টি পৃথক স্থানে ১৯৭১ সালে দেশ স্বাধীনের আন্দোলনে শহীদ হওয়া ৩০ লক্ষ শহীদদের রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম, দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ আব্দুল মোমিন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইউনুছ আলী, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা নাজমুল হাসান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ নাজমুছ ছলিহীন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আশরাফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন এর কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম, সহ-সভাপতি মো: আবু সাইদ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি ডা: দেওয়ান আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম মুলতান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ রাকিবুল ইসলাম, মুফতি মুজ্জাম্মিল কাসেমী, মুফতি আহমাদুল্লাহ, মুহাম্মদ সিরাজুল ইসলাম, মুহাম্মদ সাব্বির হুসাইন, মুহাম্মদ রাশিদুল ইসলাম প্রমূখ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.