প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২১ , ৫:০৫:৪৯ প্রিন্ট সংস্করণ
বোচাগঞ্জে মাদকসহ আটক ৩
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মোল্লাপাড়া বাজারাস্থ হাজী মোকারম হোসেনের গোডাউন ঘরের গদি হতে ৪ শত ৫০ গ্রাম গাঁজা সহ ৩ জন গাঁজা বিক্রেতাকে আঁটক করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। এব্যাপারে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মোঃ জাহেদুল ইসলাম (জিবু) পিতা- মোঃ আলহাজ মোঃ মোকারম হোসেন, মোঃ নুর নবী পিতা- মোঃ আবুল হোসেন, মোঃ আব্দুল মান্নান পিতা- মোঃ তৈয়ব আলীকে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ ফেব্রুয়ারী রাত আনুমানিক ৯টার দিকে বোচাগঞ্জ থানার এস আই সুমন দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ উক্ত গাঁজা বিক্রেতাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) এর ১৯ (ক) ধারা মতে গ্রেফতারকৃদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। গ্রেফতারকৃত আসামীদের ১৭ ফেব্রুয়ারী বুধবার সকালে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়। এলাকাবাসী সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোল্লাপাড়া বাজার সহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে আসছিল।