তোমার জন্য আজকাল আর মন কাঁদে না, জানো কিনা?
আজকাল আর প্রাণ বলে না, এই বুঝি, হায়, তুমি এলে?
অপেক্ষা সে আর করে না, চুপচাপ আজ ঘুমিয়ে পড়ে সময় হলে।
রাত জাগে না, স্বপ্ন কিংবা বাস্তবেও পথ দেখে না, আসবে বলে!
মান অভিমান আর জমে না, কী এসে যায়?
অভিমানের অধিকারটা কোথায় সে পায়, আর ভাবে না।
মিথ্যে বলার অপরাধে তোমায় সে আর দোষ দেয় না, কারণ জানে।
ছেড়ে তুমি কেন গেলে, এই ভেবে আর খুন হয় না সে, কারণ জানে।
আজকাল সে বুঝতে পারে, আজকাল সে বুঝতে পারে।
ব্যথার নদী ধীরে বয় আজ, যখন তখন কূল ভাঙ্গে না।
স্মৃতির পাতা সাবধানে রয়, সামনে আসতে ভয় পেয়ে যায়।
চুপিসারে হঠাৎ এলেও, তড়িঘড়ি অন্য কাজে লুকিয়ে পালায়।
আজ মনে নেই, কখন তোমায় শেষ দেখেছি।
আঙ্গুল আমার ভুলেই গেছে, কবে তোমায় শেষ ছুঁয়েছি!
রোজরোজ আর বুকের ভিতর 'তুমি' নামক ঝড় ওঠে না।
কণ্ঠ আমার করুণ স্বরে, ঘণ্টা দুয়েক নিয়ম করে বিড়বিড়িয়ে তোমার নামটা আর জপে না।
কেন তুমি আর এলে না, কেন তুমি বিদায় ছাড়াই বিদায় নিলে, মনটা সেসব আর ভাবে না।
আজকাল সে বুঝতে পারে, আজকাল সে বুঝতে পারে।
মন আজকাল বুঝতে পারে, আজকাল সে কারণ জানে।
তবুও জানো, হঠাৎ একদিন কারণ ছাড়াই খুব বেঁকে যায়!
আকাশ বাতাস কাঁপিয়ে বলে, আজও সে, হায়, তোমাকে চায়, তোমাকে চায়!
হঠাৎ একদিন ভীষণ রকম বিদ্রোহ হয় মনের ভিতর।
শান্তি চুক্তি ছিঁড়ে ফেলার হুমকি সে দেয়, ছিনিয়ে নিতে চায় তোমাকে নিজের করে।
পরক্ষণেই শান্ত সেসব, যুদ্ধ করে কে ঢুকেছে এ জগতে মনের ঘরে!
একটা হৃদয় কষ্ট পেলে, চূর্ণ হলে, ভস্ম হলে, অনাদরে নষ্ট হলে, দেখা কি যায়?
খবর পাতার শিরোনাম হয়? যার কারণে বেঁচে থাকার এই যে যুদ্ধ, সে কি তা আর জানতে পারে?
বাহুবলে মন যদি, হায়, পাওয়া যেত, কসম, সেদিন যুদ্ধ হতো!
মন আজকাল বুঝতে পারে, এ জগতে কেউ কারো নয়।
আজ যা সত্য, মিথ্যে তা কাল খুব সকালেই।
ছেড়ে যাবে বলেই মানুষ ভালোবাসে, কষ্ট দেওয়া এবং পাওয়ার লোভেই মানুষ কাছে আসে।
কথা দেয়া? ওসব মিছে। ভাঙ্গার জন্যই অমন নাটক।
এ জগতে কেউ কারো নয়, স্থায়ী নয় কোনো কিছুই।
আজ যা বড় আদরের, হায়, কালকেই তা অবহেলার।
প্রয়োজনই সত্য কেবল, বাকি সব, হায়, মিথ্যে কথা।
জীবন একটা মিথ্যে কথার নাট্যমঞ্চ।
কেউ কারো নয়, কেউ কারো নয়, সবই নাটক।
মন আজকাল বুঝতে পারে, আজকাল সে কারণ জানে।
তবুও জানো, হঠাৎ একদিন কী থেকে যে কী হয়ে যায়!
আকাশ পাতাল কাঁপিয়ে বলে, আজও সে, হায়, তোমাকে চায়, তোমাকে চায়!!
২৯.০৬.২০২০
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.