প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২২ , ২:৪৯:৪২ প্রিন্ট সংস্করণ
আহমাদুল্লাহ হাবিবী-স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ধরমপুর রামচন্দ্রপুর এলাকার সামছু গাজীর ছেলে হাবিল একই এলাকার ৫ শ্রমিক
১-সাগর, ২-আলিমুল, ৩-খোকন, ৪-টুটুল, ৫-জিতুকে ঢাকার গুলশানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে নিয়ে যায়।ঢাকায় কাজে যাওয়ার পর নিয়মিত কাজ করতে থাকে তারা। খাওয়া খরচ নিয়মিত দিলেও কাজের বিল দিতে গড়িমসি করে হাবিল।
১ মাস ১৯ দিন অতিবাহিত হলে ৫ শ্রমিক হাবিলের কাছে পাওনা বেতন চায়,এসময় টাকা দিতে পারবেনা বলে উল্টে ৫ শ্রমিককে মারপিট করেন হাবিল ও তার লোকজন। এমন খবর জানতে পেরে শ্রমীকদের পরিবারের পক্ষ থেকে ঢাকা থেকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসা হয়
৫ শ্রমিককে।
এলাকাবাসীরা জানান, ধরমপুর সহ ভেড়ামারার অনেক স্থান থেকেই এমন অনেক শ্রমিককেই কাজে নিয়ে যায় হাবিল, শ্রমিকদের ঠিকমত বেতন না দেওয়ায় মাঝে মধ্যেই এমন ঝামেলার সৃষ্টি হয়। নিজ গ্রাম রামচন্দ্রপুরে খুব অল্প সময়ের মধ্যে বিলাসবহুল বিল্ডিং নির্মান করেছেন হাবিল।
১ মাস ১৯ দিনের কাজের বেতন ও মারপিট নির্যাতনের উপযুক্ত বিচার দাবি করেছেন ভুক্তভোগী ভেড়ামারা রামচন্দ্রপুরের এই ৫ শ্রমিক। বিঃদ্রঃ বৃত্তে উল্লেখিত অভিযুক্ত হাবিল, নিচের ছবিতে হামলার শিকার শ্রমিক।