• Uncategorized

    বেড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রইজ উদ্দিন আহমেদ গণসংযোগ

      প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২০ , ৫:১৬:৪৯ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান,পাবনা:

    আসন্ন ১০ ডিসেম্বর ২০২০ পাবনার বেড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচনে  বিএনপির দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী ও বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন আহমেদ গণসংযোগ চালিয়ে যাচ্ছে।

    শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, আব্দুল হালিম সাজ্জাদ।

    এসময় উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সামসুর রহমান সমেজ, সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুম হায়দার, সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, প্রচার সম্পাদক আব্দুল বাতেন, বিএনপির নেতা আব্দুল মজিদ, মজিবর রহমান খান, টিপু, মজিবর রহমান, সেচ্ছাসেবকদলের নেতা বুলবুল, কামাল হোসেন, আনোয়ার হোসেন, সুজানগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম বাবু, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, ছাত্রনেতা আলম মন্ডল কাউছার শেখ প্রমুখ।

    গণসংযোগ কালে আব্দুল হালিম সাজ্জাদ বিএনপির চেয়ারম্যান প্রার্থী রইজ উদ্দিন আহমেদ কে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ