প্রতিনিধি ১১ মে ২০২৪ , ১০:৩৪:১৬ প্রিন্ট সংস্করণ
জুনায়েদ কামাল-স্টাফ রিপোর্টার:
স্বামী ইব্রাহীমের অত্যাচার, একই সঙ্গে শ্বশুর-শাশুড়ির অমানবিক নির্যাতন থেকে মুক্তি পেতে বিষ প্রয়োগ করে আত্মহত্যার পথ বেছে নেন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ১৬নং কাদিরপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের তোফায়েলের বাড়ির গৃহবধূ জান্নাতুল ফেরদাউস সুমি। গেলো চৌঠা মে শনিবার রাত আনুমানিক ৯ ঘটিকার সময় সুমির শশুর বাড়িতে এ ঘটনা ঘটে ।
ভিক্টিমের পারিবারিক সূত্রে জানা যায়, নয় মাস পূর্বে পারিবারিকভাবে বিয়ে করেন কবির হাট উপজেলার ২নং সুন্দলপুর ইউনিয়নের আনু ব্যপারী বাড়ির মৃত মোঃ সেলিমের মেয়ে জান্নাতুল ফেরদাউস সুমি। ছেলে বেগমগঞ্জ উপজেলার ১৬নং কাদিরপুর ইউনিয়নের তোফায়েল আহমদের ছেলে মোঃ ইব্রাহীম। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে চলে শারীরিক ও মানসিক নির্যাতন। দিন দিন স্বামী-শাশুড়ির অমানবিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বামী ইব্রাহীমের বসতঘরে বিষপানে আত্মহত্যা করেন ৩ মাসের অন্তঃসত্ত্বা জান্নাতুল ফেরদাউস সুমি।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোঃ আওলাদ হোসেন রিকাবদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভিকটিমের ভগ্নিপতি মোঃ শাহাদাত হোসেন বাদি হয়ে ভিকটিমের স্বামী শশুর শাশুড়িসহ ৪ জনকে বিবাদী করে ৩০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। পরে ৯ মে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ১নং আসামি ইব্রাহীমকে আটক করে পুলিশ।