মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন দিক থেকে ছোট-বড় মিছিল নিয়ে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। এতে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের হামলায় সাইফুল ইসলাম নামে নগর গোয়েন্দা পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়। কয়েকজন আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে এসে তার ওপরে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে আহত পুলিশ সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মহানগরীর তালাইমারি, ভদ্রা হয়ে বিন্দুর মোড় কামারুজ্জামান চত্বরে অবস্থান নেয়। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা কয়েকটি পুলিশবাক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে বিন্দুর মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদক্ষিণ করে বিভিন্ন শ্লোগান দেয় শিক্ষার্থীরা। সেখানে রাস্তায় লাঠিতে অগ্নিসংযোগ করে তারা। কিছুক্ষণ অবস্থান করার পর শিক্ষার্থীরা রাজপথ থেকে চলে যান। এদিকে মহানগরের গুরুত্বপূর্ণ সড়কে ব্যাপক পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা থাকলেও শিক্ষার্থীদের মিছিলে বাধা দিতে দেখা যায়নি। অপরদিকে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.