প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২২ , ৭:২৯:০২ প্রিন্ট সংস্করণ
কত খুশি হয়েছিল মা
প্রথম মুখটি দেখে,
সব কষ্ট ভুলে গেছিলো
মায়াভরা হাসি দেখে।
অনেক রাত জেগেছে মা
ঘুম জড়ানো চোখে,
সারাজীবন কেঁদেছে মা
সন্তানেরই দুঃখে।
কত স্বপ্ন ছিল মায়ের
ছোট্ট খোকাকে নিয়ে,
সপ্নগুলো আজ ভেঙে দিলো
খোকা বড় হয়ে।
প্রতিষ্ঠিত খোকাটি আজ
নেয়না মায়ের খোঁজ,
মা ভাবে এটা বুঝি
তার কপালের দোষ।
সারাটা দিন বসে থাকে মা
খোকার অপেক্ষায়,
ছোট্ট খোকাটি ফিরে আসেনা
তার প্রতীক্ষায়।
অসুখে অযত্নে মায়ের
যায় বুঝি প্রায় দম,
অবশেষে তার ঠিকানা হয়
“বৃদ্ধাশ্রম”