★বুক রিভিউ★
লেখায়- স্মরণিকা স্বর্ণা।
ইতিহাস বিভাগ প্রথম বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আমি এ বিশ্বের সোনালী আলো,
আমি কেটে দিই অমাবস্যার কালো।
আমি জীবনানন্দের রূপসী বাংলা
নজরুলের বিদ্রোহী কবিতা,
আমি ব্রিটিশদের বিরোধীতা
আমি হাজারও ইতিহাসের অখণ্ড পাতা।
এই লাইনগুলো "জ্যোৎস্নাধোয়া রাত" কাব্যগ্রন্থের 'বিদ্রোহী চিত্র' কবিতার একটি অংশ। পুরো কবিতা জুড়ে রয়েছে কবির গভীর আবেগ এবং চিন্তা চেতনা। এই তরুণ প্রতিভাবান কবি মোঃ রাসেল হাসান বাস্তবেই একজন বিদ্রোহী, নাহলে মাত্র ১৫ বছর বয়সে এরকম অসাধারণ একটা কাব্যগ্রন্থ লেখা সম্ভব হতো না।
শুধু যে বিদ্রোহী কবিতা তা কিন্তু নয়, বইয়ের একটি বড় অংশ জুড়ে রয়েছে আমাদের চিরাচরিত গ্রাম বাংলার ছবি। যেন পল্লি কবি জসীমউদ্দিন নতুনরূপে আবির্ভূত হয়েছে এই তরুণ কবির কবিতায়। আমাদের প্রকৃতি, প্রকৃতির বিভিন্ন উপাদান, মানুষজনের জীবনের প্রতিটি অংশ কবির কাব্যগ্রন্থে স্থান পেয়েছে।
অপার লীলায় জ্যোৎস্নার আলো আছে চারদিকে ফুটে
এই নিশিতে উড়ে যাব মগড়ার কুঞ্জঘাটে।
যেখানে আকাশের চন্দ্রিমা মগড়ার জল করিছে খেলা,
নৈসর্গিক প্রকৃতির ভাসাব হৃদপটে কাব্যের বেলা।
হাসছে যেখানে চাঁদের কিরণে মায়াবী গুল্মলতা,
আলতো করে দিচ্ছে হাওয়া কৃষ্ণচূড়ার পাতা,
যেখানে নদীর জলে শশীর দারুণ মাধুর্যতা।
কবি তার কাব্যগ্রন্থে লিখেছে জাতির জনককে নিয়ে, লিখেছে অন্যান্য কবিদের নিয়েও। আমাদের বিশ্বনবী, পবিত্র রমজান নিয়েও কবিতা রয়েছে। আমাদের সমাজে ঘটে যাওয়া কিছু নিন্দনীয় ঘটনার প্রতিবাদও করেছে কবি তার কাব্যগ্রন্থে।
"জ্যোৎস্নাধোয়া রাত" এমন একটি কাব্যগ্রন্থ যেখানে সবকিছু রয়েছে। একজন কবিতাপ্রেমির জন্য এটি একটি মহামূল্যবান বই। বইটি পড়ার সময় কবিতাগুলো এর গভীরে হারিয়ে যেতে বাধ্য করে। প্রতিভাবান এই কবি আরও বহুদূর এগিয়ে যাক এই কামনা করি। সেইসাথে জ্যোৎস্নাধোয়া রাত ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের মনে।
*বই সম্পর্কে কিছু তথ্য-
বইয়ের নাম : জ্যোৎস্নাধোয়া রাত
কবি : মোঃ রাসেল হাসান
প্রকাশনী : সময়ের সুর প্রকাশন
প্রচ্ছদ মূল্য : ১৮৫ টাকা
প্রকাশকাল : ২০২১
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.