• Uncategorized

    বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

      প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২২ , ১১:৫৯:৩০ প্রিন্ট সংস্করণ

    বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা’র রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। বুধবার বাদ যোহর পাবনার সুজানগর কাচারী পাড়া স্টেডিয়াম মাঠে জানাজা নামাজ শেষে তারাবাড়িয়া গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং শহীদ দুলাল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও ভবানীপুর মহল্লার বাসিন্দা ছিলেন।তিনি গত মঙ্গলবার (২৫ জানুয়ারি ২০২২ ইং) বেলা ৪:৪০ ঘটিকায় ঢাকা শেখ রাসেল জাতীয় গ্যাষ্ট্রোলিভার ইনিস্টিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃতকালে তিনি ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার বড় ছেলে ডাক বিভাগের পোস্ট মাস্টার ও ছোট ছেলে সুজানগর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর। মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন, পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টার, সাইফুল ইসলাম, আব্দুল মজিদ, আব্দুল হাই, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার সহ শত শত ধর্মপ্রাণ মুসুল্লি জানাজা নামাজে অংশ গ্রহণ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ