সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ন্নানু তালুকদার (৭৫) জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ২ টায় সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর এডভোকেট মতিউর রহমান কলেজ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তিনি গত শুক্রবার রাত ১০:২০ মি: পৌর এলাকার ধানাটা গ্রামের নিজ বাসায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গার্ড অফ অনার শেষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি, হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী থানা ইনচার্জ মীর রকিবুল হক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণি পেশার লোকজন।জানাযা শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান এ বীরসেনানীকে বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনগন অশ্রুসিক্ত নয়নে চির বিদায় জানান।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.