প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৪ , ৮:৪৯:৩৩ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান-পাবনা:
জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। রোববার দুপুরে পাবনার নির্বাচন অফিসে বীরমুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। এ সময় পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম সামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডঃ শাজাহান আলী খান,উপজেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার,
পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শাহীনুজ্জামান শাহীন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মরহুম আবুল কাশেম মাষ্টারের কনিষ্ঠ পুত্র। শাহীনুজ্জামান শাহীন সুজানগর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য,ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজানগর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও সুজানগর প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন।