পত্নীতলায় আগামীকাল (১৬ জানুয়ারি) পৌর নির্বাচন
আগামীকাল (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপে নজিপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট র্নিবাচন অফিসার । ওই দিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। সব ধরনের নির্বাচনি প্রচার-প্রচারণা বন্ধ রয়েছে।এবার নজিপুর পৌরসভা র্নিবাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রেজাউল কবির চৌধুরী ( বালু বাবু ), ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি মনোনীত র্প্রাথী আনোয়ার হোসেন ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় নজিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১২ এবং সাধারন কাউন্সিলর পদে ৩৬ জন মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে। নজিপুর পৌরসভা নির্বাচন ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । এ উপজেলায় প্রথম ইভিএমে ভোট হবে এবার। উপজেলা র্নিবাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জাহিদুর রহমান বলেন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে , ইভিএম প্রস্তুত আছে , কেন্দ্রে কেন্দ্রে মালামাল পৌছানো হয়েছে । ভোটারের জন্য ৯ টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে । নজিপুর পৌরসভার মোট ভোটার ১৬ হাজার ৯০৫ জন । এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৭৭ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৭২৮ জন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.