• Uncategorized

    বিয়ে ও যে কোন সামাজিক অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান-মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২০ , ৪:২৭:৩২ প্রিন্ট সংস্করণ

    মোঃ আরিফুর রহমান অরি-মানিকগঞ্জ প্রতিনিধিঃ

    মানিকগঞ্জের সাটুরিয়াতে ম্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিয়ে ও যে কোন সামাজিক অনুষ্ঠান সীমিত করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আসছে শীতে করোনা সংক্রমণ বৃদ্ধির আশংকা রয়েছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয় কেভিড ১৯ মোকাবিলায় অসমান্য অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য মন্ত্রণায়কে ধন্যবাদ জানানোর জন্য সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক সুধী সমাবেশে শনিবার দুপুরে সাটুরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

    স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, এই করোনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক লক্ষ ১০ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন।  এ সময়ে ৪ কোটি মানুষকে সরাসরি বিভিন্ন ভাবে সাহায্য করেছেন। বিশ্বের প্রযুক্তি নির্ভর দেশে যখন প্রতিদিন হাজার হাজার মানুষ মারা গেছেন তখন, সিমীত প্রযুক্তি ও সিমীত জনবল দিয়ে বাংলাদেশ সফলভাবে করোনা মোকাবিলা করেছেন। বিশ্ব সাস্থ্য সংস্থা এখনও কোন ভ্যাকসিনের অনুমুধন দেয়নি। যখনই দেবে বাংলাদেশ আগে পাবে এমন সব কিছু প্রধানমন্ত্রী ব্যবস্থা করে রেখেছেন।

    জাহিদ মালেক আরো বলেন, বাংলাদেশে করোনায় মৃত্যু হার কম, ৮০% লোক সুস্থ্য হয়েছেন প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায়। ডাক্তার, চিকিৎসকরা কাজ করেছেন বিধায় আজ আমরা করোনায় সফল হয়েছি। বাংলাদেশে একটি মাত্র করোনা ল্যাভ ছিল, এখন আমরা ১১০টি ল্যাভে উন্নত হয়েছে।

    শেখ হাসিনা দুই দিনের মধ্যে মন্ত্রীসভা ডেকে ধর্ষকদের মৃত্যুদন্ড করার আইন পাশ করেছেন। বাংলার মাটিতে কোন দুস্কৃতকারীদের ছাড় দেওয়া হবে না। ঠিক সেই ভাবে মানিকগঞ্জেও কোন নারী নির্যাতনকারী ও অন্যায় হলে কাছের মানুষদের কোন ছাড় দেওয়া হবে না।

    সমাবেশে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক এর সভাপতিত্বে মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল¸সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, যুবলীগের সভাপতি রেজাউল করিমসহ আরও অনেকে।

    এসময় উপস্থিত ছিলেন, , মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন, হরগজ ইউপি চেয়ারম্যান মো, আনোয়ার হোসেন খান জ্যোতি, ধানকোড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, বরাইদ ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, তিল্লি ইউপি চেয়ারম্যান মো. মোরছালিন বাবু ¸সাটুরিয়া থানা যুব আওয়ামী লীগ এর অন্য়তম নেতা মোঃ রকিব মোল্লা সহ জেলা ও সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নের্তৃবৃন্দ।

    জেলা ও সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নের্তৃবৃন্দ।এর আগে স্বাস্থ্যমন্ত্রী সাটুরিয়া ৫০ শয্যা হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ