প্রতিনিধি ১৭ জুলাই ২০২২ , ১০:০১:৫৩ প্রিন্ট সংস্করণ
পাবনার সুজানগরে বিয়ের দাবিতে তিনদিন অনশনের পর প্রেমিক সোহেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছেন এক তরুণী। শুক্রবার (১৫ জুলাই) রাতে ওই তরুণী বাদী হয়ে মামলাটি করেন। এর আগে ১৩-১৫ জুলাই ওই তরুণী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেন। অভিযুক্ত প্রেমিক সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামের ইসলাম হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই তরুণীর সঙ্গে সোহেল হোসেনের এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের দুজনের সম্পর্কের বিষয়টি জানাজানি হয়। তখন সোহেলকে বিয়ের জন্য চাপ দেন ওই তরুণী। কিন্তু তাতে রাজি হননি সোহেল। এরপর ১৩-১৫ জুলাই প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
এ সময় প্রেমিক সোহেল বাড়ি থেকে পালিয়ে যান। অনশনের পর শুক্রবার রাতে সুজানগর থানায় প্রেমিক সোহেলের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন তিনি। সুজানগর থানার ওসি (তদন্ত) রাজেশ চক্রবর্তী জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে ধরার চেষ্টা চলছে।