• সাহিত্যে

    “বিহ্বলতা” কবি-শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২২ , ৬:৪৬:১২ প্রিন্ট সংস্করণ

    বিহ্বলতা
    কবি-শিহাব আহম্মেদ

    পৃথিবীর এই ব্যথা বিহ্বলতা অন্ধকারে
    মনে হয় যেনো স্নেহ-মমতা মরে গেছে
    পূর্ব সাগরের ঢেউয়ে,জলে জলে,পশ্চিম সাগরে
    সবখানেই মানুষ মানুষের পিছনে লেগে আছে।

    পৃথিবীর মগজ খুলে সবাই ক্ষমতার পিছে
    ভালোবাসা হত্যা করে স্বার্থপরতা ক্রয় করে,
    সভ্যতার নেকড়ে শকুনেরা সব রাজত্ব করে।
    নক্ষত্র জ্বলে আত্নচিৎকারে করুন স্বরে
    রয়ে যেতে হবে সম্পর্কহীন আকাশের নিচে।

    আমার প্রীতির চাবিটা আর খুঁজে পাই না!
    কোথায় হারালাম কখন হারালাম জানি না।
    কালির মতো নিবিড় অন্ধকারের ঢেউয়ে,
    মনে হয় আকাশভাঙা বৃষ্টিতে ভিঁজে ভিঁজে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ