আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
আসন্ন ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে বলে জানিয়েছেন বরিশাল রিটার্নিং কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর। আজ ১১ জুন রবিবার নির্বাচনী সরঞ্জামের হস্তান্তর কালে এ সমস্ত কথা বলেন। সাথে সমস্ত ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসার অনুরোধ ও জানিয়েছেন হুমায়ুন কবীর।
রিটার্নিং কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর আরও বলেন,যে এখন পর্যন্ত নির্বাচন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, আশা করি আমরা কোন ধরনের দূর্ঘটনা ছাড়া নির্বাচনী কাজ সম্পন্ন করতে পারবো।এ ছাড়াও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার ক্ষেত্রে যা করনীয় তা করবেন বলেও আশ্বাস দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
ভোট পরিচালনার জন্য বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪ হাজার ৫০০ সদস্য তৎপর আছেন। ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিটি ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। তাছাড়া ১০ জন এক্সিকিউটিভ ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রতিটি সংরক্ষিত ওয়ার্ডভিত্তিক দায়িত্ব পালন করবে বলেও জানান এই নির্বাচন কর্মকর্তা।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.