কাওছার হাবিব-পত্নীতলা নওগাঁ:
‘ক্যাডার বৈষম্য নিরসন চাই’ এই স্লোগান নিয়ে নওগাঁর পত্নীতলায় মঙ্গলবার (১০ অক্টোবর ) দিনভর নজিপুর সরকারি কলেজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্যানারে কলেজের শিক্ষকবৃন্দ সর্বাত্মক কর্মবিরতি পালন করেন । প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্ত ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নতি করণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশিনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল,
শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে এ সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. লোকনুজ্জমান আহম্মেদ, অধ্যাপক শরিফুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক্ষ আলমগীর কবির প্রমুখ। তিনদিন ব্যাপি মঙ্গলবার প্রথম এই কর্মসূচী পালিত হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.