প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২১ , ৫:৩৬:০৩ প্রিন্ট সংস্করণ
কবিতা: বিষাদে
কবি-শিহাব আহস্মেদ
শুন্য পথে তাকাতে তাকাতে যখন তোমার
দু’চোখ বেদনার নীল জলে ভেসে যায়!!
ভগ্ন হৃদয় তোমার বিষাদে ভরে যায়!!
কে যেনো বলে তোমার মন ভালো নেই।
এই বিশ্ব ধরনীর মাঝে যেনো তুমি একা
একটি শুন্য বিন্দুর মতো তুমি শুধুই একা
হয়তো তুমি কিছু একটা হারিয়ে ফেলেছ,
অথবা তোমাকে কেউ হারিয়ে দিয়েছে!!
তোমার চোখের জলের দাম কে দেবে বন্ধু
যেখানে স্বার্থপরতা গলায় গলায় পীড়িত!!
মানুষে মানুষে মানবতার স্লোগান কীসের
লাভের ধান্দায় পড়ে কেউ যেনো কারো নয়।