• সাহিত্যে

    ‘বিষাদময় জীবন’ কলমে-কানিজ তানজিমা ববি

      প্রতিনিধি ১৮ জুন ২০২২ , ১২:৩৬:৫২ প্রিন্ট সংস্করণ

    বিষাদময় জীবন
    কলমে-কানিজ তানজিমা ববি

    ধ্বংস হচ্ছি প্রতিনিয়ত তোমার অবহেলায় অবহেলিত হয়ে,
    হৃদয় আমার চূর্ণবিচূর্ণ হচ্ছে তোমার হেঁয়ালিপনায়…..!
    কি দারুণ যণ্ত্রণায় নীল হতে হতে
    সীমান্তে নোঙর বেঁধেছে একাকিত্ব ঘুচাবার আসায়।

    কি নিদারুণ বিষাক্ত ছোবল তোমার
    অষ্টে পৃষ্টে বেঁধে করছে কেবলই চুরমার….!
    এতটা শান্ত কেনো তুমি, কেনোই বা এতোটা নির্বিকার!
    তুমি বলো বুঝতে তোমায়,
    আর আমি দিনগুণি প্লীজ বোঝ আমায় প্লীজ!!!

    বুক ফেটে চৌচির হয়ে রক্তক্ষরণে মৃত্যু এলেও
    মুখ ফুটে বলা হবেনা তোমাকে………
    “এসো ঘর বাঁধি নীলাচল দীঘির পাড়ে!”
    নিঃশেষ হচ্ছো নিজেও আর পোড়াচ্ছো আমাকেও
    আর কতোদিন বলো যাবে এভাবে…….!

    মধ্যরাত পাড়ি দিয়ে দেখো ঐ আধফালি চাঁদ
    ঠিক তার পথ ধরে যাচ্ছে তার আপন নীড়ে
    আমরা তবে কেনো পারিনা আমাদের নীড়ে
    একটুখানি শান্তি খুঁজে নিতে….!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ