প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২২ , ৪:৩৯:১০ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক:
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে কুয়াকাটা সৈকতে মানিকগঞ্জের ষাটোর্ধ্ব চার বন্ধু।সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে বছরজুড়ে পর্যটকদের আনাগোনা থাকে। তবে বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবসে সোমবার সৈকতে পর্যটকদের উপচেপড়া ভিড় ছিল। কেউ পরিবার, কেউ প্রিয়জনকে নিয়ে বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে এসেছেন সৈকতপাড়ে।
সূর্যোদয়-সূর্যাস্তের মুহূর্ত উপভোগ করেছেন হইহুল্লোড় করে। তবে লাখো মানুষের ভিড়ে দেখা মিলেছে ব্যতিক্রমী চার বন্ধুকে। তাদের সবার বয়স ষাটের বেশি। কখনও সৈকতে ছাতার নিচে বসে একসঙ্গে সেলফি তুলছেন, আবার কখনও হেঁটে হেঁটে সাগরকন্যার সৌন্দর্য উপভোগ করছেন। তাদের উচ্ছ্বাস নজর কাড়ে সৈকতে বেড়াতে আসা অন্য পর্যটকদেরও।