চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
বিশ্বের সবচেয়ে দীর্ঘ দিন ব্যাপী সিরতুন্নবী সঃ মাহফিল চলতি বছরের আগামী ৮ অক্টোবর ইংরেজি মাস থেকে আরম্ভ হতে যাচ্ছে । দিন শেষে সপ্তাহ , সপ্তাহ পর মাস , মাস শেষে বছর আসে। তদ্রূপ ভাবে আরবি মাসের রবিউল আউয়ালের ১১ তারিখ থেকে শুরু করে ১৯ দিন ব্যাপী সিরতুন্নবী সঃ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘ ৫১ বছর ধরে । জলবায়ু পরিবর্তনের কারণে সময় কালের পরিবর্তন হলেও সুদীর্ঘ ৫১ বছর ধরে ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সিরতুন্নবী সঃ মাহফিলের দিন তারিখ সময়ের পরিবর্তন হয়নি।
আল্লাহর অশেষ রহমতে আল্লাহর নেয়ামত ভুলা মানুষের কাছে আল্লাহ প্রদত্ত অফুরন্ত ভালোবাসা তথা নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সান্নিধ্যে লাভের আশায় দেশ বিদেশের ইসলামী স্কালারদের মূখনিসৃত অমিয় চিরন্তন সত্য বানী প্রচার করে মানুষ কে শান্তির সচিতল ওছায়াতলে আনার লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চলের মহান সাধক আধ্যাতিখ জগতের মহাপুরুষ আলিকুল শিরমনি আশেকে রাসুল
হযরত শাহ্ সাহেব হুজুর রহমতুল্লাহী আলাই ১৯ দিন ব্যাপী সিরতুন্নবী সঃ মাহফিল আয়োজন করেছিলেন আজ থেকে ৫১বছর পূর্বে । সেই আদিকাল থেকে চলতি বছরের আগামী ৮ অক্টোবরে ১১ রবিউল আউয়ালের দিন শুরু হতে যাচ্ছে ইসলাম প্রিয় মানুষের ৫২তম সীরাতুন্নবী সঃ মাহফিল। উক্ত ১৯ দিন ব্যাপী সিরতুন্নবী সঃ মাহফিলে দেশবাসীর প্রতি দাওয়াত জানাচ্ছেন হযরত শাহ্ সাহেব হুজুরের বড় নাতি শাহ আজাদ হাফিজাহুল্লাহ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.