প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২২ , ৩:৩৫:৪৩ প্রিন্ট সংস্করণ
কবিতা: বিশ্বাস ও ধর্ম
কলেম-শহিদুল ইসলাম নিরব
আলোর একটি কণা
ঝাপটে ধরে আছে
এক সাগর অন্ধকার।
আমি যদি আলো হই
আমার বিশ্বাস সে অন্ধকার।
মা যেমন কন কনে শীতে
ঝাপটে ধরে থাকে দুধের শিশু।
আমিও তেমন ধরে থাকি
আমার বিশ্বাস ও সংস্কৃতি।
আমি এথায় মোমবাতির মত
আলো জ্বালাতে এসেছি।
কিন্তু আমার বিশ্বাস ও ধর্ম
আমাকে গিলে খায় বারবার।