• সিলেট বিভাগ

    বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের উদ্বোধন করেন নুনু মিয়া

      প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২২ , ৪:১১:৫৭ প্রিন্ট সংস্করণ

    আব্দুল হালিম-বিশ্বনাথ সিলেট প্রতিনিধি:

    সিলেটের বিশ্বনাথে ৯ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সাথে ২০টি বেডে ২০ জন রোগীকে অক্সিজেন সেবা দেয়া যাবেবৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি বেলা ২টায় কাদিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সরকার ও জাইকার অর্থায়নে, উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কারিগরি তত্ত্বাবধানে ওই অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপনের উদ্ভোধন করেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।

    উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

    উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের সানি ইমাম নাঈম আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকৌশলী আবু সাঈদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সামসুন্নাহার, সমবায় কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদার, জনস্বাস্থ্য কর্মকর্তা সনজিত কুমার, জাইকার ইউডিএফ রাজু আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, উপ দপ্তর সম্পাদক নূরুল হক মেম্বার, পৌর আওয়ামী লীগের সদস্য দবির মিয়া, সাইদুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ের সিও গোলাম কিবরিয়া প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ