প্রতিনিধি ৮ মে ২০২১ , ৩:২৬:৩০ প্রিন্ট সংস্করণ
ফারুক আহমদ-সিলেট প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ বলেছেন, নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে এঅঞ্চলের প্রবাসীরা নিজ মাতৃভূমির মানুষের কল্যাণে যে ভূমিকা পালন করে যাচ্ছেন সত্যিই যা প্রশংসার দাবী রাখে। মানুষকে সাহায্য সহযোগীতা করার পাশাপাশি সরকার এবং সমাজের বিত্তবান ও প্রবাসীদের যৌথ প্রচেষ্টায় যদি বিশ্বনাথে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যায় তাহলে এলাকার মানুষজন আরো বেশি উপকৃত হবেন। আর সমাজ থেকে ভিক্ষা ভিত্তি দূর করতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোন বিকল্প নাই।
তিনি আজ শনিবার ৮ মে বিকেলে সিলেটের বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে এলাকার ১৩০টি অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।পৌর এলাকার পুরাণ বাজারস্থ সওজের ডাকবাংলা প্রাঙ্গনে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রত্যেকটি পরিবারকে নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়।
বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের ট্রাস্টি সেবুল মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের ট্রাস্টি কাওছার আহমদ, আব্দুল বাছিত শামীম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, মনিংস্টার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ও নগদ অর্থ বিতরণের ব্যবস্থাপক মোহাম্মদ আলী শিপন। এসময় বিশ্বনাথ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, সংগঠক রাজন মিয়া, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, গৌছ উদ্দিন হাবিব, আনোয়ার মিয়া, কামাল হোসেন, ছাত্রনেতা ওয়াসিম আহমদ, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।