বিশ্বনাথে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ অপহরণকারী গ্রেপ্তার সিলেটের বিশ্বনাথে অষ্টম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে (১৬) অপহরণ করে চারদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে মো. আমিন (২২) নামের তার প্রেমিককে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
অপহরণকারী স্হানীয় উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের ইকবাল মিয়ার ছেলে বুধবার ৩ ফেব্রুয়ারী দিবাগত রাত ৪টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার ও অপহৃত মাদ্রাসী ছাত্রীকে উদ্ধার করা হয়। এর আগে ওই রাত ১২টায় আমিনের বিরুদ্ধে অপরহণ ও ধর্ষণের অভিযোগে বিশ্বনাথ থানায় মামলা (নং ০৫) দায়ের করেন ঐ মাদ্রাসা ছাত্রীর পিতা।
মামলার এজাহারে মাদ্রাসা ছাত্রীর পিতা উল্লেখ করেন, মাদ্রাসায় যাওয়া আসার পথে মো: আমিন আমার মেয়েকে উত্যক্ত করতো এমনকি প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি সে আমাদেরকে জানায়। আমরা মেয়েকে সতর্ক করে দেয়ার পরও এক পর্যায়ে তার সাথে আমিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
গত ৩১ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে আমার মেয়ে গোয়াল ঘরে তালা দিতে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা আমিন একটি সিএনজি চালিত অটোরিকশা করে তাকে অপরহণ করে নিয়ে যায়। মেয়েকে খুঁজতে গিয়ে জানতে পারি, তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করছে আমিন।
কথিত প্রেমিক আমিনকে গ্রেপ্তার ও অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, আজ ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং উদ্ধার হওয়া মাদ্রাসা ছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)তে পাঠানো হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.