• Uncategorized

    বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত চারটি প্রতিষ্টানকে জরিমানা:

      প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২১ , ১২:৩৪:১৭ প্রিন্ট সংস্করণ

    বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত চারটি প্রতিষ্টানকে জরিমানা:

    সিলেটের বিশ্বনাথ উপজেলায় ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে।

    বৃহস্পতিবার ১৪ জানুয়ারী দুপুরে স্হানীয় উপজেলার পৌর শহরে নতুন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল।

    অভিযানকালে বিছমিল্লা তান্দুরি রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, তিনভাই রেস্টুরেন্টকে ১ হাজার, টপ গিফট সেন্টারে ১ হাজার এবং ভোজন ঘর রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা করে জরিমানা প্রদান ও আদায় করা হয়।

    এসময় বিশ্বনাথ থানার একদল পুলিশ সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই আফতাবুজ্জামান রিগ্যান।

    এ বিষয়ে বিশ্বনাথ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল বলেন, বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ