• Uncategorized

    বিশ্বনাথে কেশবপুর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্হাপন

      প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২১ , ৩:০৫:০৫ প্রিন্ট সংস্করণ

    সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের কেশবপুর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়েছে।আজ বুধবার ৩ ফেব্রুয়ারী স্হানীয় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কেশবপুর গ্রামে এ মসজিদের ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়।ভিত্তি প্রস্তর স্হাপন অনুষ্টানে উপস্হিত ছিলেন ছাতক উপজেলার ভুঁইগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা শামসুল ইসলাম।

    জামেয়া ইসলামিয়া দারুন উলুম লামাকাজী মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা মইনুল ইসলাম, রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এর গভনিংবডির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহনূর হোসাইন, অভিভাবক সদস্য মাওলানা ছালিক আহমদ, লামাকাজি তাফসিরুল কোরআন পরিষদের সভাপতি মুতাহির আলী।

    এসময় আরো উপস্হিত ছিলেন ১নং লামাকাজি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম সিরাজ, অত্র মসজিদের মুত্তাওয়াল্লী আবু জহর, কেশব পুর গ্রামের প্রবিন মুরব্বি মো: মানিক মিয়া, মো: হিরা মিয়া, মো: একলাছুর রহমান, মো: জফর আলী, মো: সৈইদ আলীসহ প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ