সিলেটের বিশ্বনাথে আলীয়া-কওমি পন্থিদের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে পৌর এলাকার রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা উদ্যোগে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেশ বরেণ্য শিল্পপতি ও দৈনিক সিলেটের ডাকের সম্পাদকমন্ডলীর সভাপতি সৈয়দ ড. রাগীব আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান আল্লাহর বাণী পবিত্র আল-কুরআন সমাজের সর্বস্তরের মানুষের শিক্ষা ও মূল্যবোধের উৎস্য। আল্লাহর বাণী শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, সমগ্র মানবজাতির কল্যাণর পথনির্দেশক। মানবজাতির ইহকাল ও পরকালের কল্যাণের পথপ্রদর্শক হচ্ছে মহাগ্রন্থ আল-কোরআন। তাই কুরআনের চর্চা সর্বস্তরের মানুষকেই করতে হবে। তিনি আরো বলেন, ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলায় জন্মগ্রহনে করেছেন মরমি কবি দেওয়ান হাছন রাজা, আসাম প্রাদেশিক পরিষদের সদস্য সাহিত্যিক দেওয়ান একলমুর রাজা চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী দেওয়ান তৈমুর রাজা চৌধুরী, ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাঙালী এমপি রুশনারা আলীসহ অসংখ্য গুণীজন। বিশ্বনাথের সন্তান হিসেবে আমিও গর্বিত। তাই নাড়ির টানে আমার নিজ এলাকায় শিক্ষা ও সমাজকল্যাণমূলক কিছু কাজ করেছি যা দৃশ্যমান।
বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা জহির উদ্দিন, বিশ্বনাথ আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদূদ ও কুরুয়া ইসরামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আখতার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্বওমী মাদরাসা শিক্ষা বোর্ড এদারার সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন, সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, জামিয়া নুরিয়া ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা শায়েখ মজদুদ্দীন আহমদ, জমিয়তুল মুদাররিসীন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ এ কে এম মনোওর আলী, চান্দাইপাড়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুনাওয়ার সারোয়ার, রাজনীতিবিদ মুহাম্মদ মুনতাসির আলী, বিশ্বনাথ সরকারি কলেজের প্রাক্তন অধক্ষ্য সিরাজুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবীবুর রহমান, বিশ্বনাথ জামিয়া মুহাম্মদিয়ার প্রিন্সিপাল মাওলানা নূরুল হক, মিয়ারবাজার শাহচাঁন্দ শাহকালু আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।
কবি মীম সুফিয়ান, হাসান বিন ফাহিম, মুখতার হুসাইন ও আশিক সাঈদ’র যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আব্দুল মতিন ও সদস্য সচিব তালুকদার ফয়জুল ইসলাম। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী শায়খ আহমদ বিন ইউসুফ আল-আজহারী, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ক্বারী সাইদুল ইসলাম আসাদ, ক্বারী শেখ শহিদুল ইসলাম, হাফেজ ক্বারী মন্জুর আহমদ, হাফেজ ক্বারী আব্দুল মালেক বিক্রমপুরী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ আখতারুল ইসলাম, হাফেজ ক্বারী জিয়াউল হক আনসারী, ক্বারী সাইফুল ইসলাম ও হাফেজ ক্বারী আলী ওয়াক্কাস। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে ইসলামী সংগিত পরিবেশন করবেন কবি মুহিব খান, কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী ও কলরবের ইসহাক আলমগীরসহ কলরব ও সবুজকুঁড়ির শিল্পীবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ কামিল মাদ্রাসার অধক্ষ্য মাওলানা নোমান আহমদ, বিশ্বনাথ জামিয়া মাদানিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী, মুহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল হক, মাদানিয়া কোরআন শিক্ষাবোর্ড বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, মিরেরচর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সামছুল ইসলাম, ছহিফাগঞ্জ এসডি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ, চককাসিমপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খবির উদ্দীন, মর্নিংস্টার একাডেমির অধ্যক্ষ সায়েক আহমদ, সমাজসেবক আরশ আলী গণি, মাওলানা নজরুল ইসলাম, আলহাজ্ব শামছু মিয়া লয়লুছ, আব্দুর রোশন চেরাগ আলী প্রমুখ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.