প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২২ , ৩:৪২:৩১ প্রিন্ট সংস্করণ
মোঃ ইব্রাহীম মাহমুদ-ঢাকা:
কাতার বিশ্বকাপের বাকি মাত্র দিন দুয়েক। তারই আনন্দ ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বজুড়ে। বাংলাদেশী সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের উন্মাদনা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনন্দ মিছিল বের করে। আনন্দ র্যালিতে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থক ছাড়াও বিশ্বকাপে ৩২ টি দলের সমর্থকরা নিজ নিজ দলের পতাকা জার্সি গায়ে নেচে গেয়ে উদযাপন করেন। পরে আনন্দ র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন সড়কে প্রদক্ষিন করে হোসাইনী দালাল রোডে গিয়ে শেষ হয়।