প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২২ , ২:৩০:০৯ প্রিন্ট সংস্করণ
কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটনাল জার্মানি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা এনিয়ে দুই আসরে গ্রুপ পর্বের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়। রাশিয়া বিশ্বকাপের পর এবার কাতার বিশ্বকাপেও নকআউট পর্বে জায়গা করে নিতে পারেনি জার্মানি। পরপর দুই আসরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল জার্মানরা।
কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ দিনে স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা এই, চার দলেরই সুযোগ ছিল নকআউটে যাওয়ার। কিন্তু শেষ দিনের ম্যাচের রং বদলায় ক্ষণে ক্ষণে। অবশেষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়ে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করল স্পেন-জাপান।
বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল সাবেক চ্যাম্পিয়ন জার্মানি। কোস্টারিকার বিপক্ষে ৪-২ গোলে জিতেও শেষ ষোলোয় যাওয়া হলো না জার্মানদের। গ্রুপের অন্য ম্যাচে জাপানের কাছে ২-১ গোলে হেরেও নকআউটে খেলার সুযোগ পেল স্পেন।