• দুর্ঘটনা

    বিলে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

      প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৩ , ৯:১২:৩৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরে বিলে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে। ওই জেলের নাম রামপদ হালদার (৬৫)। তিনি তানোর উপজেলা কামারগাঁ ইউপির মাঝি পাড়া গ্রামের মৃত দূর্যধনের পুত্র।রোববার বিকালে বাড়ির পূর্ব দিকের শিবনদীর বিলে ব্যাসাল পেতে নাতিকে নিয়ে মাছ ধরছিলেন তিনি। আকাশে মেঘ দেখে নাতিকে বাড়ি পাঠিয়ে দেন। সন্ধ্যায় বৃষ্টি হওয়ার পর রামপদের পুত্র ব্যাসালে গিয়ে তার বাবাকে না দেখে সন্দেহ হয় বিলের পানিতে পড়েগেছেন।

    গ্রামবাসী রাতভর পানিতে খুজে রামপদের কোন কুলকিনারা করতে না পারেন নি। সোমবার সকালে তানোর ফায়ার সার্ভিস খবর দেন। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বিলের পানিতে ডুবে থাকা রামপদের লাশ উদ্ধার করেন।
    তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এঘটনায় তানোর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ