• Uncategorized

    বিরোধপূর্ণ জাগায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মানের অভিযোগ।

      প্রতিনিধি ২৬ মে ২০২১ , ৪:৪৬:০৯ প্রিন্ট সংস্করণ

    কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়াড় তুলাতলীর স্থায়ী বাসিন্দা মৃতু আবদুল হাকিমের পুত্র কালা মিয়ার খতিয়ান ভুক্ত ওয়ারিশ শত্রে প্রাপ্ত দখলি জাগায় জোরপূর্বক অন্যায়ভাবে জবর দখলের অপচেষ্টার পায়তারা চালায় একই এলাকার চিহ্নিত মাদক কারবারি সন্ত্রাসী ও খারাপ প্রকৃতির লোক যাহার বিরুদ্ধে, সি এমপি কর্ণফুলী থানা,মামলা নং ১৪/১৮,যাহার জি -আর ৫৯৪/১৮. এবং টেকনাফ থানার মামলা নং ২/১৮,যাহার জি আর ৭৫৯/১৮, থানা মামলা নং ১/১৮, জি আর৭৫৮/১৮,থানার নং ২১/১৫, মামলা নং ০৩/১৮,জি আর ৭৬০/১৮,এবং উখিয়ার থানার মামলা নং ৪২/১৪,জি আর ২৭০/১৪, হত্তা ও অস্ত্র এবং ইয়াবা মামলার আসামী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ-র তালিকাভুক্ত আসামি আব্দুর রহমান প্রকাশ (বাইগ্যা) এর সন্ত্রাসী তান্ডবের শিকার কালামিয়ার পরিবার নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হলে বিজ্ঞ আদালত শান্তিপূর্ণ পরিবেশ এর বিবেচনা করে উক্ত বিরোধপূর্ণ জাগায় ১৪৪ ধারা সমন জারি করে উভয় পক্ষকে কোন রুপ নয়ছয় না করে স্থাপনা কিংবা দখলের অপচেষ্টা না করার নির্দেশনা দেয়। কিন্তু চরম লোভী ও সন্ত্রাসী খুনি আব্দুর রহমান প্রকাশ বাইগ্যার বাহিনীরা আদালতের নিষেধাজ্ঞাকে তোয়াক্ক…

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ