প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২১ , ৮:২০:৩৭ প্রিন্ট সংস্করণ
কবিতা: বিরহের চিঠি
লেখায়-শিরিন সুলতানা প্রিয়া
চারদিকে চলছে তুমুল ঝড় ঘরে বাইরে অবিচল
ফুরিয়ে যাচ্ছে হারিকেনের তেল
নিভু নিভু করছে আলোর দল।
দিশাহীন দিকবিদিক হাওয়ার ছোটাছুটি
লিখতে বসেছিলাম তোমার নামে বিরহের একখান চিঠি।
অদূরে ফেলে আসা সেই অতীত কালের স্মৃতি
হয়নি আজও ভুলে যাওয়ার কিংবা আড়াল করার শক্তি
সেই যে আসবে বলে হারিয়ে গেলে আঁধারে
আজও রাত জাগি আমি ফিরবে বলে বিষণ্ণতার শহরে
নিভু নিভু আলো গুলো দিচ্ছে আমায় তাড়া
হবে কি আজ লেখা আমার এই চিঠিখানা।
বহু আশা নিয়ে বসেছি লিখতে কেবল তোমার নামে
ঠিক করেছি পাঠাবো চিঠি নীলমেঘের খামে।
ভীষণ ভয়ে কাপছে বুক ঘামছি দমাদম
থামতো যদি ঝড়খানা তবে মনে শান্তি পেতাম
নিরাশা আর হাতাশাগুলো আসছে কেন ফিরে
তবে কি তুমি আসবেনা ফিরে আমার কষ্টের নীড়ে!