• বরিশাল বিভাগ

    বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইসলামী বিপ্লবের অগ্রযাত্রাকে রুখে দিতে চায়-ইসলামী যুব আন্দোলন

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২২ , ৪:২৩:৫৩ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    আজ শনিবার ১০ই সেপ্টেম্বর ২০২২ইং সকাল ১০টায় ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদের সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন। বৈঠকে উপস্থিত থেকে দায়িত্বশীলদের সম-সাময়ীক বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

    নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন সময় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইসলামী হুকুমতের অগ্রযাত্রাকে রুখে দিতে তৎপর হয়ে ওঠে। তারা বিদেশি এজেন্টদের ক্রিড়নক হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাদের প্রোপাগাণ্ডায় বিভ্রান্ত না হয়ে সবাইকে নিয়মতান্ত্রিক কর্মসূচিতে আত্মনিয়োগ করতে হবে। বৈঠকে তারা কর্মীদের মানোন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, ভোটচুরি করে ফের ক্ষমতায় যাওয়ার অলীক স্বপ্ন দেখবেন না, আগামী নির্বাচনে জনগণ আওয়ামী দুঃশাসনের শক্ত জবাব দিবে ইনশাআল্লাহ।

    সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন বলেন, ইসালমের শেকড় এদেশের মাটির গভীরে প্রোথিত। শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে এদেশের মানুষ ইসলামী হুকুমত চায়। ইসলামী যুব আন্দোলন তৃণমূল পর্যন্ত যে জাগরণ তৈরি করেছে, অচিরেই তা ইসলামী বিপ্লব তরান্বিত করবে।
    বিগত মাসের রেজ্যুলেশন পাঠপূর্বক বার্ষিক পরিকল্পনার আলোকে বৈঠকে আগামী মাসের কর্মসূচি নির্ধারণ করা হয়। মাগরিব পূর্ব মুহূর্তে দোয়ার মাধ্যমে মাসিক বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

    বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এ আর খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমদ সাকী, সাংগঠনিক সম্পাদক (প্রবাস) এম হাসিবুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দীন, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা মুহাম্মদ মোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতী আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুহাম্মদ মিনহাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) প্রভাষক মুহাম্মদ আল আমীন, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ইলিয়াস হাসান,

    সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) হাফেজ মাওলানা আবদুল মোমিন, সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) মুফতী জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুফতী হুসাইন মুহাম্মদ কাওছার বাঙ্গালী, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা জামিল হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মারুফ, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, দফতর সম্পাদক মুফতী আবদুজ্জাহের আরিফী, প্রকাশনা সম্পাদক মাষ্টার মাহবুবুর রহমান,

    প্রচার সম্পাদক মুফতী আবু বকর সিদ্দীক, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আ হ ম আলাউদ্দীন, শিল্প ও বানিজ্য সম্পাদক মুফতী শেখ মুহাম্মদ নুর-উন-নাবী, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মুহাম্মাদ ইউনুছ তালুকদার, মানবাধিকার সম্পাদক, ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক এস এম আজিজুল হক, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম, আইন সম্পাদক এ্যাড. বায়েজিদ হোসাইন, উপ-সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম, মাওলানা ফয়জুল হাসান চৌধুরী, এম এ হাসিব গোলদার ও মাওলানা আবু তাকী মুহাম্মদ আশরাফ আলী প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ