• Uncategorized

    বিভিন্ন অনিয়মের অভিযোগে, রাজধানীর সাহাবউদ্দিন মেডিকেল কলেজ বন্ধ।

      প্রতিনিধি ২০ জুলাই ২০২০ , ৮:৫১:৪৪ প্রিন্ট সংস্করণ

    এস এম কামরুল হক স্টাফ রিপোর্টারঃ

    করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সনদ দেওয়াসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে ঢাকার গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ করে দিয়েছে র‌্যাব।

    রোববার বিকালে ওই হাসপাতালে অভিযানে যায় র‌্যাব। হাসপাতালটির সহকারী পরিচালক আবুল হাসনাতকে গ্রেপ্তারও করা হয়।

    রাতে অভিযান শেষে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ বলেন, তারা হাসপাতালটি বন্ধ করে দিচ্ছেন।

    “আমাদের অভিযান রাত ১১টার দিকে শেষ হয়েছে। এখন মামলার জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত গোছানো হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তা সিলগালা করবেন।”

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ