• Uncategorized

    বিপিডিএ গাইবান্ধা জেলার আহ্বায়ক বিপিডিএ ডাঃ মোঃ জিয়াউল হক সিদ্দিকী’র পক্ষে প্রেস ব্রিফিং নির্বাচন অসম্ভব 

      প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২০ , ৬:১০:০৯ প্রিন্ট সংস্করণ

    বিদ্যুৎ চন্দ্র বমর্ন – স্টাফ রিপোর্টারঃ

    বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন -(বিপিডিএ) এর গাইবান্ধা জেলার আইকন,কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জাতীয় সম্মান প্রাপ্ত সংগ্রামী আহ্বায়ক বিপিডিএ ডাঃ মোঃ জিয়াউল হক সিদ্দিকী এর পক্ষে কেন্দ্রীয় কমিটি তে নির্বাচন করা অসম্ভব ।  তিনি গাইবান্ধা জেলায় বিপিডিএ কে নিয়ে অনেক স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন । তিনি তাঁর পরিকল্পনা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোনো পদোন্নতি চান না। তিনি গাইবান্ধা জেলাকে ২০২৩ সালের মধ্যে বিপিডিএ এর জন্য মডেল জেলা  ঘোষণা করবেন ।

    সেই সাথে তিনি বলেন, আমার পক্ষে নির্বাচন অসম্ভব

    তাই তিনি বিপিডিএ গাইবান্ধা জেলার নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করেন

    কর্ম পরিকল্পনা

    ১/ ২০২০ইং অফিস উদ্বোধন।

    ২/ আইএসিআইবি নিয়োগ ও কর্মসংস্থান চালু করন।

    ৩/ ২০২১ ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন।

    ৪/ বিপিডিএ এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন।

    ৫/ বিপিডিএ গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতালে পরিকল্পনা বাস্তবায়ন।

    এর আগে কোন প্রকার নির্বাচনে অংশ গ্রহন করা আমি বিপিডিএ ডাঃ মোঃ জিয়াউল হক সিদ্দিকী ‘র পক্ষে সম্ভব নয়। তাই কেউ মন খারাপ না করে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে প্রতিশ্রুতি পালনের সুযোগ দান করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ